এফএনএস স্পোর্টস: এশিয়ান এয়ারগান চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ দল। দক্ষিণ কোরিয়ার দাগুতে ১০ মিটার এয়ার রাইফেলে বাংলাদেশ এই পদক জয় করেছে। উজবেকিস্তানকে ১৭-৫ পয়েন্টে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশের হয়ে অংশ নেন সাজিদা হক, মৌমিতা রিয়া ও জাফীরা জ্যোতি। এই চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শুটাররা ভালো পারফরম্যান্স করছে। এই আসরে আরো দুই ইভেন্টে পদক জেতার সুযোগ আছে বাংলাদেশের। আজ রোববার ১০ মিটার এয়ার রাইফেল দলগত ইভেন্ট এবং পরশু ১০ মিটার ইয়ার রাইফেল মিক্সড ইভেন্টে লড়বে বাংলাদেশের শুটাররা।