বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০১:৫০ অপরাহ্ন

কৃষ্ণ সাগর চুক্তি নিয়ে বৈঠকে জাতিসংঘ ও রাশিয়া

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৩ নভেম্বর, ২০২২

এফএনএস বিদেশ: কৃষ্ণ সাগর চুক্তি নিয়ে শস্য ও সার রপ্তানির বিষয়ে বৈঠক করেছে জাতিসংঘ ও রাশিয়া। দুটি চুক্তির একটির মেয়াদ শেষ হওয়ার আটদিন আগে গত শুক্রবার এ বৈঠক করেন উভয় পক্ষের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। জেনেভায় এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। তবে বৈঠক শেষে এখনো কোনো পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়নি। জাতিসংঘের মানবিক প্রধান মার্টিন গ্রিফিথস এবং জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থার (আংটাড) প্রধান রেবেকা গিন্সস্প্যান এই বৈঠকে অংশ নেন। এ ছাড়া রাশিয়ার ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ভারশিনিনের নেতৃত্বে উচ্চ পর্যায়ের রুশ প্রতিনিধিদল এতে অংশ নেয়। বৈঠক শুরুর পরপর জাতিসংঘের নারী মুখপাত্র আলেসান্দ্রা ভেলুচি সাংবাদিকদের বলেন, ‘আশা করা যায় আলোচনায় অগ্রগতি হবে। রুশ ফেডারেশন থেকে শস্য ও সার বিশ্ব বাজারে রপ্তানি সহজতর হবে।’ উলে­খ্য, চলতি বছরের ২২ জুলাই জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় শস্য ও সার রপ্তানির বিষয়ক দুটি চুক্তি স্বাক্ষরিত হয়। প্রথম চুক্তির মাধ্যমে রুশ হামলার কারণে ইউক্রেনে আটকে পড়া শস্য রপ্তানির উদ্যোগ নেওয়া হয়। দ্বিতীয় চুক্তিটি হলো রাশিয়ার ওপর পশ্চিমা অবরোধের কারণে মস্কোর খাদ্য ও সার রপ্তানি বিষয়ক। ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভ নামের চুক্তির মেয়াদ আগামী ১৯ নভেম্বর শেষ হওয়ার কথা রয়েছে। বিশ্বের শস্যভাণ্ডর হিসেবে পরিচিত ইউক্রেনে রুশ হামলার পর দেশটিতে দুই কোটি টন শস্য আটকা পড়ে। এ চুক্তির আওতায় গত বৃহস্পতিবার পর্যন্ত ইউক্রেন থেকে এক কোটি দুই লাখ টন খাদ্য ও খাদ্য শস্য রপ্তানি করা হয়েছে। এতে বিশ্ব খাদ্য সংকট পরিস্থিতি কিছুটা লাঘব হয়। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা বলেছে, চুক্তি নবায়িত না হলে বিশ্ব খাদ্য নিরাপত্তার ওপর এর নেতিবাচক প্রভাব পড়বে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com