শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ১২:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের আর্থিক অনুদান প্রদান আজ ডুমুরিয়ায় দি হাঙ্গার প্রজেক্ট’র কমিটি গঠন বিষয়ে সভা ফতেপুর ছদর উদ্দীন পাঞ্জেগানা মসজিদের উন্নয়নে দোয়া মাহফিল সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা সরকার বদল হলেও নিত্যপণ্যের বাজারে কমেনি চাঁদাবাজি ও সিন্ডিকেট তৎপরতা শেখ হাসিনার নির্দেশে ইন্টারনেট বন্ধ রাখা হয়, স্বীকারোক্তি পলকের শেখ হাসিনার বিরুদ্ধে গুমের সংশ্লিষ্টতার তদন্তকে স্বাগত যুক্তরাষ্ট্রের প্রয়োজনীয় জনবলের অভাবে পশ্চিমাঞ্চল রেলের হাজার হাজার বিঘা জমি বেহাত পিলখানা হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ ৫৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র ট্রাইব্যুনালে রাজধানীতে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত

করোনায় আরও ২০ জনের মৃত্যু, শনাক্ত সাড়ে তিন হাজার

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২২

এফএনএস: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় ২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৯০৭ জনে। একই সময়ে নতুন করে এ ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে তিন হাজার ৫৩৯ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৯ লাখ ২৬ হাজার ৫৭০ জনে। গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৩৪ হাজার ৫৪৭টি নমুনা পরীক্ষা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা হলো ১ কোটি ৩১ লাখ ৩০ হাজার ৯৯৯টি। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১০ দশমিক ২৪ শতাংশ। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত দেশে শনাক্তের হার ১৪ দশমিক ৬৭ শতাংশ। এ সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ১১ হাজার ৮০০ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হওয়ার পর সেরে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ২৭ হাজার ৮৬৬ জনে। ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১৬ জন পুরুষ এবং ৪ জন নারী। তাদের মধ্যে সরকারি হাসপাতালে ১৮ জন এবং বেসরকারি হাসপাতালে ২ জন মারা গেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com