বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় আল মারজান ইন্টারন্যাশনাল ইসলামিক একাডেমি (শিক্ষা প্রতিষ্ঠান) এর বার্ষিক সুধী সমাবেশ ২০২২ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১২ নভেম্বর শনিবার সকাল সাড়ে ১০ টায় আল মারজান ইন্টারন্যাশনাল ইসলামিক একাডেমির আয়োজনে শ্যামনগরের প্রাণকেন্দ্রে একাডেমির মিলনায়তনে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, জনপ্রিতিনিধি, শিক্ষক এবং অত্র একাডেমির কর্মকর্তা-কর্মচারী ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল মারজান ইন্টারন্যাশনাল ইসলামিক একাডেমির চেয়ারম্যান প্রভাষক আলহাজ্ব মোঃ শফিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এবং উপজেলা আ’লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদনা প্রভাষক মোঃ সাইদ-উজ-জামান সাইদ। এ সময় তিনি বলেন, আমাদের সন্তানদের ইসলাম শিক্ষা সহ সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। এই প্রতিষ্ঠানটি এলাকায় যেভাবে সুনামের সহিত কাজ করে যাচ্ছে এবং প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হবার পর থেকে অল্প দিনে যেভাবে সুনাম অর্জন করেছে আমি এর উত্তরোত্তর সফলতা কামনা করি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভুরুলিয়া ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ এ কে এম জাফরুল আলম বাবু, বুড়িগায়ালিনী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, অত্র একাডেমী’র ভাইস প্রিন্সিপাল একেএম জুবায়ের মাহমুদ, সুপার মাওঃ একরামুল কবীর, প্রধান শিক্ষক কৃষ্ণনন্দ মুখার্জি, আলহাজ্ব মাওঃ আব্দুল মজিদ প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন অত্র একাডেমীর সহকারী উপাধ্যক্ষ জি এম নুরুজ্জামান। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শ্যামনগর কেন্দ্রীয় ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ এ এ এম ওজায়েরুল ইসলাম। উলেখ্য আল মারজান এরাবিক ও জেনারেল শিক্ষার সমন্বয় সহ কম্পিউটার শিক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি সহ ডাক্তার, ইঞ্জিনিয়ার ও বিভিন্ন বিষয়ে ছাত্র-ছাত্রীদের স্বপ্ন পূরণে অঙ্গীকারাবদ্ধ। ইংরেজি-আরবীতে অনরগল কথা বলার যোগ্যতা সৃষ্টির লক্ষ্যে এ প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত।