কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়া উপজেলার কয়লায় বঙ্গবন্ধু নক আইট ফুটবল টুর্নামেন্টে দ্বিতীয় সেমি ফাইনালে জালালাবাদ পলী উন্নয়ন যুবসংঘ একাদশ জয়ী হয়ে ফাইনালে খেলার যোগ্যতা অর্ঝন করেছে। শুক্রবার বিকালে কয়লা হাইস্কুল ফুটবল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। কয়লা প্রগতি সংঘ আয়োজিত খেলায় জালালাবাদ পলী উন্নয়ন যুব সংঘ একাদশ ১—০ গোলে সাতক্ষীরা সপ্তমগ্রাম ফুটবল এখাদশকে পরাজিত করে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন জয়ী দলের খেলোয়াড় আল আমিন। খেলাটি পরিচালনা করেন মোস্তাফিজুর রহমান, মোশারফ হোসেন ও রাশিদুল ইসলাম। ধারাভাষ্যে ছিলেন সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম। অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন ও পরে পুরস্কার বিতরণ করেন খেলা পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রউফ, ডাক্তার শফিকুল ইসরাম, সহকারী রাজস্ব কর্মকর্তা আমিরুল ইসলাম খান, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শেখ মোসলেম আহম্মেদ, বিশিষ্ট ব্যবসায়ী আনিছুর রহমান পলাশ, অবসরপ্রাপ্ত ব্যাংকার জাহিদুর রহমান, মাষ্টার জি এম জাহাঙ্গীর হোসেন, আসাদুজ্জামান আসাদ, সাংবাদিক আজমল হোসেন বাবু প্রমুখ।