পাটকেলঘাটা প্রতিনিধি \ গতকাল শনিবার তালা উপজেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক ফিরোজ কামাল শুভ্র, শেখ সাঈদ উদ্দীন, তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম, তালা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাঁপড়ী সহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।