কালিগঞ্জ প্রতিনিধি\ কালিগঞ্জে পিতার সম্পত্তি নিয়ে ২ স্ত্রীর সন্তানদের মধ্যে বিরোধ উভয় পক্ষের ১১জন আহত হয়েছে। ঘটনাটি গতকাল সকাল সড়ে ৭টার রতনপুর আড়ংগাছা গ্রামে ঘটে। এ সময়ে প্রতিবেশীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতরা হলেন, আড়ংগাছা গ্রামের শামছুদ্দিন শেখের ছেলে মোক্তার হোসেন, আমজাদ হোসেন, আমজিয়ার মেয়ে হালিমা খাতুন, ফরিদা খাতুন, অপার পক্ষের শামছুর শেখ ছেলে বাবলু ইকতিয়ার বাবলু‘র স্ত্রী তাহমিনা খাতুন, ছেলে আজমির হোসেন, কন্যা ইলমা, ইকতিয়ারের স্ত্রী রাশিদা খাতুন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাইরিস মেহেরা বলেন, মারামারির ঘটনায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে বাবলু শেখ, তাহমিনা, রাশিদা ও ইকতিয়ারের অবস্থা আশংকা জনক হওয়ায় তাদেরকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের অভিভাবক বৃদ্ধ শামছুদ্দিন শেখ জানান, আমার দুই স্ত্রী মধ্যে বড় স্ত্রীর ৬ ছেলে ২ কন্যা ও ছোট স্ত্রীর ২ ছেলে ও ১ কন্যা সন্তান রয়েছে। আমার যে টুকু জমি জায়গা ছিল সবাইকে সমান ভাবে ভাগ করে দিয়ে সামান্য কিছু আমার নামে রেখেছি। ভিটে বাড়ির ১২শতক জমি নিয়ে ছেলেরা কোটে মামলা করেছে। এক ছেলের ঘর বাঁধা জায়গা আর এক ছেলে নিতে চায়। থানায় একাধিক বার শালিস বিচার করেও সমাধান হয়নি। আজ সকালে সবাইকে সাতক্ষীরায় এসপি অফিসে ডেকেছিল। সেই উদ্দেশ্যে ছেলে, মেয়ে, বউ মা ও তাদের ছেলে মেয়েরা সবাই বের হলে বাড়ির সামনে উভয় পক্ষের মধ্যে মারামারিতে কমবেশী সবাই আহত হয়েছে। থানার ওসি হালিমুর রহমান বাবু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এখনো পর্যন্ত থানায় কোন পক্ষ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।