এফএনএস: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মার্চ মাসে অনলাইনে বদলি প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী একথা জানান। তিনি বলেন, বদলির বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেব। ফেব্র“য়ারিতে হবে না। মার্চে শুরু করবো। বিভিন্ন কারণে পিছিয়ে গেছি। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, প্রায় দুই বছর থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি বন্ধ রয়েছে। অনলাইন বদলি নীতিমালা তৈরি করে অনলাইনে শিক্ষকদের বদলি প্রক্রিয়া শুরু করার জন্য বন্ধ রাখা হয়। দীর্ঘ দিন বদলি প্রক্রিয়া শুরু না হওয়ায় বদলি হতে চাওয়া শিক্ষকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, অনলাইনে কিছু কাজ বাকি আছে। সেগুলো শেষ হলেই বদলি প্রক্রিয়া শুরু করা হবে।