প্রতাপনগর, আশাশুনি, প্রতিনিধিঃ ১২ নভেম্বর উপকূল দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে প্রতাপনগরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ১৯৭০- এই দিনে প্রলয়ংনকারি ঘূর্ণিঝড়ে প্রয়াত ব্যক্তিদের প্রতি গভীর শ্রদ্ধায় স্মরণ রাখতে এবং বাংলাদেশের উপকূলীয় জলবায়ু বিপন্ন মানুষের সুরক্ষার জন্য জলবায়ু ন্যায্যতার দাবি জোরালো করতে বাঁচাও উপকূল ও ন্যাচার কনজারভেশন ভলান্টিয়ার টিমের আয়োজনে গতকাল বিকালে সাড়ে ৪টায় প্রতাপনগরের প্রাণ কেন্দ্র তালতলা বাজারের প্রধান সড়কে ন্যাচার কনজার ভেশন ভলান্টিয়ার স্বেচ্ছাসেবক টিমের আহ্বায়ক দৃষ্টিপাত সাংবাদিক মাসুম বিলাহর সার্বিক পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু দাউদ ঢালী, প্রতাপনগর আল আমিন মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মাসুম বিলাহ, বিশিষ্ট সমাজ সেবক আকরাম হোসেন সানা, বিশিষ্ট ব্যবসায়ী মাওঃ আনিসুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী হাছান উলাহ, বাঁচাও উপকূল অন্যতম সদস্য সাংবাদিক মোস্তাকিম বিলাহ, সাংবাদিক তারিকুজ্জামান রুবেল। মানববন্ধনে বক্তারা আক্ষেপ করে বলেন যে ঘূর্ণিঝড়ে লাখ লাখ মানুষ নিহত হয়েছে, তাদের কেন স্মরণ করা হবে না, দেশের এত সব দিবস থাকলে, উপকূলের জন্য কেন একটি দিবস থাকবে না। ১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণা ও উপকূল বিষয়ক মন্ত্রণালয় গঠনের দাবি জানিয়েছেন।