মুন্সীগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি \ শ্যামনগর উপজেলা মুন্সিগঞ্জ ইউনিয়নে ৩টি অবৈধ শুটকি কারখানা উচ্ছেদ করেছেন বনবিভাগ।শনিবার েেবলা ১০ টার দিকে বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা নুরুল আমিন কদমতলা ফরেস্ট স্টেশন কর্মকর্তা মোশারফ হোসেন নেতৃত্বে বনবিভাগ সদস্য সিপিজি সদস্যদের নিয়ে এক অভিযান চালায়। এ সময় মুন্সিগঞ্জ ইউনিয কুলতলী গ্রামের সাঈদ খান শুঁটকি কারখানা, সিংহরতলি গ্রামে চিত্ত কুঞ্জ, নুর ইসলাম গাজী শুটকি কারখানা উচ্ছেদ করেন। এ বিষয় কদমতলা ফরেস্ট স্টেশন কর্মকর্তা মোশারফ হোসেনের কাছে জানতে চাইলে তিনি সত্যতা স্বীকার করে বলেন আমরা আমাদের সাতক্ষীরা রেঞ্জ সহকারী তত্ত¡াবধানে নির্দেশ এই অবৈধ শুঁটকি কারখানা উচ্ছেদ করি।সাতক্ষীরা রেঞ্জে সুন্দরবন এলাকায় কোন অবৈধ শুটকির কারখানা থাকবে না ৩ টা উচ্ছেদ করেছি আর একটা মুন্সীগঞ্জ বাস স্ট্যান্ডে আছে তাকে নিজ উদ্যোগ ভেঙে ফেলার জন্য নির্দেশ দিয়েছি।