এফএনএস: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারক ও প্রবীণ আইনজীবী সাবেক বিচারপতি গোলাম রাব্বানী মারা গেছেন (৮৫)। অসুস্থতা ও বার্ধক্যজনিত কারণে একটা হাসপাতালে দুপুর পৌনে ১টায় তার মৃত্যু হয়। স্ত্রী, ছেলে ব্যারিস্টার জিয়াউল হাসানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ সাইফুর রহমান। এর আগে গত জুন মাস থেকে সাবেক এ বিচারপতি রাজধানীর গুলশানে তার নিজ বাসভবনে চিকিৎসাধীন ছিলেন। ১৯৯২ সাল থেকে তিনি বিচারপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। ২০১২ সালে তিনি বিচারপতি থেকে অবসরে যান। গোলাম রাব্বানী আইন পেশার পাশাপাশি লেখালেখিও করেছেন। তিনি আইনের ওপর বেশ কিছু বই লিখেছেন। তার লেখা বইয়ের মধ্যে সিপিসি অন্যতম। যা রেফারেন্স হিসেবে ব্যবহার হয়ে থাকে। এ ছাড়া মুক্তিযুদ্ধ ও ইসলামের ওপর তার লেখা বেশ কিছু বই প্রকাশিত হয়েছে।