এফএনএস: যশোরের অভয়নগরে ট্রেনের ধাক্কায় নিলুফা ইয়াসমিন (৬০) নামে একজনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুরে অভয়নগর উপজেলার তালতলা এলাকায় রেললাইন পার হওয়ার সময় এ ঘটনা ঘটে। নিহত নিলুফা ইয়াসমিন খুলনার খানজাহান আলী থানার ক্যান্টনমেন্ট এলাকার আকবর আলীর স্ত্রী। নওয়াপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার মাসুদ রানা জানান, দুপুর ১২টার দিকে বেতনা মেইল ট্রেন তালতলা রেলক্রসিংয়ের কাছে পৌঁছায়। ট্রেনটি বেনাপোল থেকে খুলনার দিকে যাচ্ছিল। সে সময় রেললাইন পার হওয়ার সময় ওই ট্রেনের ধাক্কায় নিলুফা ঘটনাস্থলেই মারা যান। মৃতের ছেলে শেখ আবুল বাশার জানান, গত রোববার তার মা বাড়ি থেকে অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। গতকাল সোমবার সকালে তার মা ফোন করে জানান, তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন। দুপুরে এক ব্যক্তি ফোন করে তাকে (বাশার) দ্রুত তালতলায় যেতে বলেন। তালতলায় এসে শোনেন তার মা ট্রেনের ধাক্কায় মারা গেছেন। খুলনা রেলওয়ে থানার ওসি মোলা খবির উদ্দিন বলেন, ট্রেনের ধাক্কায় এক নারীর মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।