দক্ষিণ শ্রীপুর (কালিগঞ্জ) প্রতিনিধিঃ সাতক্ষীরা জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলামের শপথ গ্রহণ দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়েছে। গতকাল বেলা ১১ টায় দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদে (ইউপি) চেয়ারম্যান গোবিন্দ চন্দ্র মন্ডল ও মেম্বারদের মাঝে জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলামের পক্ষ থেকে মিষ্টি বিতরণ করেন যুবলীগের সংগঠনিক সম্পাদক অজয় দাস। এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরদার, সোভনালী ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার দাস, ফিংড়ি ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ কুমার বাছাড়সহ সকল ইউপি সদস্যবৃন্দ।