মথুরেশপুর (কালিগঞ্জ) প্রতিনিধি \ কালিগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও ফিফা সহকারী রেফারি শেখ ইকবাল আলম বাবলু ফুটবল খেলা পরিচালনার জন্য বিদেশ গমন করেছেন। গতকাল সকাল ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নেপালগামী এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি দেশ ত্যাগ করেন। জানা গেছে, ফিফা আয়োজিত আগামী ১৬ নভেম্বর নেপাল স্টেডিয়ামে পাকিস্তান ও নেপালের মধ্যে ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে। খেলাটি পরিচালনার জন্য উজ্জীবনী ইনস্টিটিউট প্রধান শিক্ষক ও ফিফা সহকারী রেফারি শেখ ইকবাল আলম বাবলু বিদেশ গমন করেছেন। ইতিপূর্বে তিনি জাপান, ভারত সহ অন্যান্য দেশে সুনামের সাথে খেলা পরিচালনা করেছেন।