স্টাফ রিপোর্টার ঃ কালিগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক সদস্য সচিব সহ ১৫ নেতা কে জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরন করেছেন আদালত। গতকাল দুপুরে সাতক্ষীরা জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজী এ আদেশদেন। আদালত সূত্রে জানাগেছে, গত ১০ সেপ্টেম্বর বিকালে কালিগঞ্জ দক্ষিন শ্রীপুর ইউনিয়ন পরিষদের পাশে বৈঠকে নাশকতার প্রস্তুতি কালে পুলিশ কয়েকজন নেতা কর্মীকে আটক করে। এঘটনায় এসআই আশীষ কুমার ঘোষ বাদী হয়ে কালিগঞ্জ থানায় গ্রেফতার কৃত সহ ২৮ জনের নাম উলেখ সহ আরো ৯০ জনকে অজ্ঞাতনামা করে বিশেষ ক্ষমতা আইনে ও বিস্ফোরক দ্রব্য মামলা দায়ের করেন। ঐ মামলায় জামিন না মঞ্জুর হওয়ায় গত ৪ অক্টোবর হাইকোর্ট আগাম জামিনের আবেদন করেন। বিজ্ঞ আদালত শুনানি শেষে জামিন প্রদান করে ৬ সপ্তাহের মধ্যে জেলা ও দায়রা জজ আদালতে আত্ম সমর্পনের নির্দেশ প্রদান করেন। গতকাল ধার্য্য দিনে জেলা ও দায়রা জজ আদালতে হাজির হলে শুনানি শেষে বিজ্ঞ বিচারক জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।