এম এম নুর আলম/ প্রভাষক শিবপদ সরকার \ আশাশুনি উপজেলার বড়দলে মুজিববর্ষ উপলক্ষে অসহায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত আশ্রয়ন প্রকল্প সোনার বাংলা স্বপ্নপলী পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমান। বৃহস্পতিবার বিকালে জমি নাই, ঘর নাই প্রকল্পের আওতায় নির্মিত এ আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে তিনি সোনার বাংলা স্বপ্নপলীতে বসবাস করা ৬৬ অসহায় পরিবারদের সঙ্গে কথা বলেন এবং তাদের সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন। এসময় তিনি ঐসব পরিবারগুলোকে তাদের যে কোন সমস্যার কথা উপজেলা প্রশাসনকে জানানোর অনুরোধ জানান। পরিদর্শনকালে সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা, বড়দল ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা, ইউনিয়ন (ভূমি) সহকারী কর্মকর্তা আব্দুল মজিদসহ বীরমুক্তিযোদ্ধাবৃন্দ ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন। এরপর উপজেলা নির্বাহী অফিসার বড়দল বাজার ও ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন।