বিশেষ প্রতিনিধি \ আশাশুনি উপজেলার কাদাকাটি বাজারের কচুয়া অংশে অবস্থিত বাইতুল আমান বাজার কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে ৩য় বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল আজ (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে। বাদ আছর হতে মসজিদ এর সামনে মাহফিলে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখবেন, দক্ষিন খুলনার কৃতি সন্তান আলহাজ্ব মাওলানা আসাদুজ্জামান আসাদ। অত্র মসজিদের সভাপতি মহাসিন সরদারের সভাপতিত্বে মাহফিলে দ্বিতীয় বক্তা হিসাবে বক্তব্য রাখবেন, শ্যামনগরের কৃতি সন্তান আলহাজ্ব মুফতি মাওলানা হাফিজুর রহমান (যুক্তিবাদী)। সাতক্ষীরা জজ কোর্টের আইনজীবি জিয়াউর রহমানের পরিচালনায় মাহফিলে বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। উক্ত মাহফিলে মহিলাদের পর্দা সহকারে বসা ও প্রজেক্টরের মাধ্যমে মাহফিল দেখার সু-ব্যবস্থা আছে বলে আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে।