কালিগঞ্জ ব্যুরো \ কালিগঞ্জের কিশোরীদের সচেতনতামূলক কর্মশালা ও প্রশিক্ষণ সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা বিআরডিবি আয়োজনে গতকাল বেলা সাড়ে ১১টায় মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তহমিনা পারভীনের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি‘র বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা। তিনি বলেন, বর্তমান সময়ে সুশিক্ষায় শিক্ষিত হওয়ার কোন বিকল্প নেই। ছাত্র জীবন থেকে নিজেকে আদর্শবান নাগরিক হিসাবে গড়ে তুলতে হবে। করোনা কালিন সময় বিদ্যালয়ে শিক্ষার ধারাবাহিকতা ব্যহত হয়েছিল। দ্রুত সময়ে আমরা সেটা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছি। দরিদ্র মহিলাদের সমন্বিত পলী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো) ২য় পর্যায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সভাপতি আশেক মেহেদী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, বি.আর.ডি.বি‘র উপজেলা সমন্বয়কারী রফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানের শেষ পর্বে সহকারী শিক্ষক সাইফুল ইসলামের পরিচালনায় কিশোরী শিক্ষার্থীদের মাঝে প্রশিক্ষণ সামগ্রী বিতরণ করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে ম্যানেজিং কমিটির সদস্য, সাংবাদিক, বি.আর.ডি.বি‘র কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।