বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, বীর মুক্তিযোদ্ধা, ইউপি চেয়ারম্যান, শিক্ষক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উপজেলা নির্বাহি অফিসার মোঃ আক্তার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ সাইদ উজ্জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ শহীদুলাহ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা দেবী রঞ্জন মন্ডল, বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল হোসেন, প্রধান শিক্ষক ড. আব্দুল মান্নান, প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জি প্রমূখ। সভায়, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষার জন্য আত্মত্যাগকারী সকল শহীদদের প্রতি সম্মান জানাতে ২১ ফেব্র“য়ারি প্রথম প্রহরে রাত ১২ টা ১ মিনিটে উপজেলার মডার্ন স্কুল সংলগ্ন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হবে। প্রত্যেক সংগঠনকে অনধিক পাঁচ জন সমন্বয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে মাক্স পরিধান করে পুষ্পস্তবক অর্পণ করতে হবে। ২০ ফেব্র“য়ারি স্ব স্ব বিদ্যালয়ে চিত্র অঙ্কন প্রতিযোগিতা করতে হবে এবং সুবিধাজনক সময়ে পুরস্কৃত করা হবে। একুশে ফেব্র“য়ারি যোহর নামাজ বাদ উপজেলা পরিষদ জামে মসজিদ ভাষা আন্দোলনে নিহত সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হবে সহ বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।