মথুরেশপুর (কালিগঞ্জ) প্রতিনিধি \ কালিগঞ্জে মানব পাচার প্রতিরোধ কমিটির এ্যাডভোকেসী ও ফলোআপ সভা অনুষ্ঠিত হয়েছে। অগ্রগতি সংস্থার আয়োজনে গতকাল বেলা সাড়ে ১০টায় মথুরেশপুর ইউনিয়ন পরিষদের হলরুমে ইউপি সদস্য শেখ রহমত আলীর সভাপতিত্বে মানব পাচার থেকে উদ্ধারপ্রাপ্ত নারী ও পুরুষের জন্য সুইজারল্যান্ডের অর্থায়নে ও উইনরক ইন্টারন্যাশনাল পরিচালিত আশ্বাস প্রকল্পের আওতায় মানব পাচার প্রতিরোধ এবং মানব পাচারের সারভাইভারদের সুরক্ষার জন্য বরাদ্ধকৃত বাজেটের সর্বোচ্চ সদ্ব্যবহারের লক্ষ্যে ইউনিয়ন ফলোআপ মিটিং এ উপস্থিত ছিলেন ইউপি সচিব নাসরিন আক্তার, ইউপি সদস্য আব্দুল জলিল, আরিজুল ইসলাম, আবু হাসান, প্রকল্পের মনিটরিং এন্ড ডকুমেন্টেশন অফিসার মিনহাজ শাহরিয়ার, কাউন্সিলর মৌসুমি ফেরদৌস, সিটিপি একটিভিস্ট সদস্য শেখ মহিউদ্দীন সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন অগ্রগতি সংস্থার আশ্বাস প্রকল্পের সোশ্যাল মবিলাইজর নিতাই সেন।