কালিগঞ্জ ব্যুরো : সাতক্ষীরা জেলায় কালিগঞ্জ উপজেলায় সর্ব প্রথম সংসদীয় অধিবেশনের ন্যায় বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিন্দু নারী উন্নয়ন সংগঠনের সার্বিক ব্যবস্থাপনায় এবং বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে গতকাল বেলা ১১ টায় বিদ্যালয়ের হলরুমে সংসদ অধিবেশনের আদলে “উপকুলীয় অঞ্চলে জলবায়ু অভিযোজন টেকসই বেড়ী বাঁধ রক্ষাকবজ” বিষয়ে সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সরকারি দল ও বিরোধী দলের তুমুল প্রতিযোগিতার মধ্যে বিরোধীদল বিজয় লাভ করে। স্পীকার হিসেবে দায়িত্ব পালন করেন সাতক্ষীরা জর্জ কোর্টের আইনজীবী এড. জাফরুলাহ ইব্রাহিম। বিচারক হিসাবে দায়িত্ব পালন করেন কালিগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক গাজী আজিজুর রহমান,অধ্যাপক শ্যামাপদ দাস ও মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার বৈদ্য। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানূর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় সভাপতিত্ব করেন বিন্দু নারী উন্নয়ন সংগঠনের নির্বাহী পরিচালক ও সদ্য জয়বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড প্রাপ্ত জান্নাতুল মাওয়ার সভাপতিত্বে এড. জাফরুলাহ ইব্রাহিমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক গাজী আজিজুর রহমান, অধ্যাপক শ্যামাপদ দাস, মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার বৈদ্য, ডাঃ মুজিব-রুবি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুজ্জামান,সাতক্ষীরা জর্জ কোর্টের এপিপি এড. হাবিব ফেরদাউস শিমুল, উত্তর ভাড়াশিমলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দুর রহমান শেখ শাওন আহমেদ শোহাগ, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রবিন চন্দ্র লস্কার, সহকারী শিক্ষক আব্দুলাহ আল মামুন ও সহকারী শিক্ষক দেবপ্রসাদ পালিত। অনুষ্ঠানে জয়ী ও রানার্স আপদের পুরস্কৃত করা হয়। বিন্দু নারী উন্নয়ন সংগঠনের নির্বাহী পরিচালক জান্নাতুল মাওয়া জয়বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড ভুষিত হওয়ার বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।