কালিগঞ্জ প্রতিনিধি\ কালিগঞ্জের মেহেদী হাসান (৩৫) নামের ১ প্রতারককে আটক করেছে পুলিশ। সে উপজেলার ঠেকরা গ্রামের ইউপি সদস্য আব্দুল গফফার ছেলে। জামালপুর সদর থানায় দায়েরকৃত প্রতারণার মামলায় তাকে আটক করে পুলিশ। থানা ও স্থানীয়দের সূত্রে জানায়ায়, মেহেদী হাসান নিজেকে কখনও সেনা কর্মকর্তা, আবার কখনো গোয়েন্দা সংস্থার বড় অফিসার পরিচয় দিয়ে সাতক্ষীরা জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় চাকুরী দেওয়ার নাম করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে আসছিল। উপজেলার কুশুলিয়া ইউনিয়নের নিজ বাড়ি ঠেকরা গ্রাম থেকে আটক করে পুলিশ। জামালপুর সদর থানায় দায়েরকৃত ১-নং মামলায় কালিগঞ্জ থানা পুলিশের সহযোগীতায় জামালপুর জেলা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। থানার ওসি হালিমুর রহমান বাবু আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।