বিশেষ প্রতিনিধি \ কালিগঞ্জ উপজেলার নলতার কাশিবাটি গ্রামের গোলাম রব্বানী মোড়লের পুত্র হাসপাতালের প্যাথলজি বিভাগের ডাক্তার আব্দুস সবুরের পরিবারের সকলকে অজ্ঞান করে সর্বস্ব লুট করা হয়েছে। ১৬ নভেম্বর রাতে এ ঘটনা ঘটে। জানা গেছে, রাতের খাওয়া শেষে বাড়ির সবাই ঘুমাাই পড়েন। এদিকে গভীর রাতে কে বা কাহারা ঘরের ভিতরে স্প্রে করে আব্দুস সবুর, তার স্ত্রী ও পুত্র তানভীর আহম্মেদসহ সকলকে অজ্ঞান করার পর গেটের তালা ভেঙ্গে ভিতরের প্রবেশ করে ৩টি ঘরের আলমারির তালা ভেঙ্গে স্বর্ণালঙ্কার ও নগদ ২লক্ষাধিক টাকা লুট করে নিয়ে গেছে বলে জানা গেছে।