বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় কৃষক প্রশিক্ষণ ভবন উদ্বোধন এবং রবি ২০২২-২০২৩ মৌসুমে প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিভিন্ন ফষলের বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। “কৃষিই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল ১৭ নভেম্বর বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর বাস্তবায়নে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদের কর্মকর্তা, বিভিন্ন দপ্তর প্রধানগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজে নেতৃবৃন্দ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক এবং সুফল ভোগী কৃষকবৃন্দের উপস্থিতিতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কৃষক প্রশিক্ষণ ভবন উদ্বোধন এবং উপজেলার ২০৯০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার বিতরণ করেন ও বক্তব্য রাখেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য ও উপজেলা আ’লীগের সভাপতি এস এম জগলুল হায়দার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ সাইদ-উজ্জ-জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, ইঞ্জিনিয়ার মোঃ হারুনুর রশিদ (খামার বাড়ি, সাতক্ষীরা), সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জি এম আকবর কবীর, উপজেলা কৃষকলীগের সভাপতি মঞ্জুর এলাহী খোকন, কৃষক সংগঠক সিরাজুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা এস এম এনামুল ইসলাম। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন কৃষি উপ-সহকারী কর্মকর্তা মোঃ জামাল হোসেন। প্রশিক্ষণ ভবন উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোঃ কামরুজ্জামান।