সোমবার, ২০ মে ২০২৪, ১০:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় ১ ভ্যান চালকের করুন মৃত্যু সাতক্ষীরায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা শ্যামনগরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত কদমতলা পি ডি কে মিতালী সংঘের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত আবারও ছড়িয়ে পড়েছে তাপদাহ ঃ আবহাওয়ার সুখবর নেই হামাসের হামলায় বার দখলদার সেনা নিহত ঃ আহত পঞ্চাশ খানপুর ছিদ্দিকীয়া এতিমখানা পরিদর্শন করলেন উপজেলা নির্বাহি কর্মকর্তা প্রতাপনগরে ২ দিন ব্যাপী তাফসিরুল কুরআন মাহফিল বিষ্ণুপুর ২দিন ব্যাপি মাহফিল সম্পন্ন কবি মানিক ঘোষের পিতা-মাতার স্মারণে বিশেষ প্রার্থনা

তামান্নার বাড়িতে মাননীয় প্রধানমন্ত্রীর ভালোবাসা পৌঁছে দিলেন এমপি জগলুল হায়দার

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২২

এস এম জাকির হোসেন শ্যামনগর থেকেঃ অদম্য তামান্নার বাড়িতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার ভালোবাসা পৌঁছে দিতে ফুল, মিষ্টি ও নগদ ৫০ হাজার টাকা নিয়ে হাজির হলেন সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য এসএম জগলুল হায়দার। তিনি জীবন সংগ্রামী মেধাবী তামান্নাকে মিষ্টিমুখ করান এবং পরিবারের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় তিনি প্রধানমন্ত্রী নেত্রী শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানার জন্য দোয়া চান। জন্মগতভাবে দু’ হাত আর এক পা না থাকায় শারীরিক প্রতিবন্ধকতার জন্য যাকে ভর্তি করাতে পিতা রওশন আলীকে স্কুলে স্কুলে ঘুরতে হয়েছে; সেই তামান্না আক্তার নূরা এক পায়ে ভর করে চড়েছে সফলতার এভারেস্টে। এক পায়ে লিখে এইচএসসি পরীক্ষাসহ বিগত সকল পাবলিক পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে তামান্না। সোমবার ১৪ ফেব্র“য়ারি বিকাল ৩ টা ৩৩ মিনিটে তামান্নার হোয়াটসঅ্যাপ নম্বরে ভিডিও কল দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইসময় তামান্না কলটি রিসিভ করতে পারেনি। এরপর ৩টা ৩৬ মিনিটে তামান্নার একই নম্বরে এসএমএস লেখেন প্রধানমন্ত্রী। তিনি লিখেছিলেন, ‘তুমি খুব সুন্দর দেখতে। আমি তোমাকে ফোন করেছিলাম। তোমার পড়াশোনা করতে যা দরকার আমি করবো। তোমার পরিবারে কে কে আছেন? তামান্না ওই এসএমএসের রিপ্লে না করায় তিন মিনিট পর ৩টা ৩৯ মিনিটে প্রধানমন্ত্রী আরেকটি এসএমএস দেন। তখন তিনি লেখেন, ‘তুমি নূর, মানে আল­াহ রাব্বুল আলামীন তোমাকে এক ঐশ্বরিক জ্যোতি দিয়ে সৃষ্টি করেছেন।’ তামান্না অফলাইনে থাকায় পরের এসএমএসটিও দেখতে পায়নি। সর্বশেষ, বিকেল সাড়ে চারটার দিকে তামান্নার হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোটবোন শেখ রেহানা। তখন তামান্না ফোন রিসিভ করতেই ওপাশ থেকে বলে ওঠেন,‘আমি লন্ডন থেকে শেখ রেহানা বলছি। আমি কি তামান্না নূরার সঙ্গে কথা বলছি।’ তখন আবেগে কেঁদে ফেলে তামান্না। কান্না থামাতে বলে শেখ রেহানা বলেন কাঁদে না। টানা ভালো রেজাল্ট করায় তোমাকে অভিনন্দন। তোমার সংগ্রামের কথা শুনেছি। তুমি খুব সাহসী। তুমি এগিয়ে যাও। আমরা দু’ বোন বেঁচে থাকা পর্যন্ত তোমার সহযোগিতা করে যাবো। যারা সাহস রেখে চলে তারা কখনো হেরে যায় না।’ ওইসময় শেখ রেহানা জানান, তার বোন শেখ হাসিনার ফোন কলের বিষয়টি। এঘটনার পর বৃহস্পতিবার ১৭ ফেব্র“য়ারি অদম্য তামান্নার বাড়িতে মাননীয় প্রধানমন্ত্রীর ভালোবাসা পৌঁছে দিতে হাজির হন জগলুল হায়দার এমপি। তিনি তামান্নার হাতে নগদ ৫০ হাজার টাকা উপহার দেন। তামান্না আক্তার নূরা যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া আলীপুর গ্রামের রওশন আলী ও খাদিজা পারভীন শিল্পী দম্পতির সন্তান। বাবা রওশন আলী ঝিকরগাছার ছোট পোদাউলিয়া মহিলা দাখিল মাদ্রাসার গণিতের শিক্ষক। মা খাদিজা পারভীন গৃহিণী। তিন ভাই বোনের মধ্যে তামান্না সবার বড়। ছোট বোন মুমতাহিনা রোশনি ষষ্ঠ শ্রেণিতে পড়ে। ছোট ভাই মুহিবুল­া তাজ প্রথম শ্রেণিতে। তামান্নার আজকের এই পর্যায়ে উঠে আসার গল্পটি মসৃণ নয়। এ জন্য তাকে ডিঙোতে হয়েছে কষ্টের এক একটি সিঁড়ি। সেই সিঁড়ি যেমন তামান্নার; ঠিক তেমনটাই তার বাবা মায়েরও। সেসব কথা বলতে গিয়ে অশ্রুসজল হয়ে ওঠে তামান্নার পিতা রওশন আলীর চোখ। রওশন আলীর বর্তমান বাড়ি বাঁকড়ায় হলেও তিনি ছিলেন ঝিকরগাছার পানিসারা গ্রামে। ১৯৯৬ সালে বাঁকড়ার খাদিজা পারভীন শিল্পীর সাথে বিয়ে হয় রওশন আলীর। ২০০৩ সালের ১২ ডিসেম্বর সংসারে আসে তামান্না নূরা। জন্মগতভাবে দু’টি হাত ও একটি পা না থাকায় নানা গঞ্জনা সইতে হয়েছে এই দম্পত্তিকে। ২০১৩ সালে পিইসি পরীক্ষায় এক পায়ে লিখে জিপিএ-৫ পেয়ে তাক লাগিয়ে দেয় তামান্না। তারপর ২০১৬ সালে বাঁকড়া জে কে মাধ্যমিক বিদ্যালয় থেকে জেএসসিতেও জিপিএ-৫ পায়। একই শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০১৯ সালে এসএসসিতেও পায় জিপিএ-৫। তখন থেকে আলোচনায় আসে তামান্না নূরা। চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে তামান্না। এখন তামান্নার চোখে শুধুই বড় হওয়ার স্বপ্ন। পড়তে চায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে। হতে চায় বিসিএস ক্যাডার অথবা যুক্ত হতে চায় গবেষণার সাথে। প্রধানমন্ত্রীর সহায়তার আশ্বাসে সে স্বপ্ন ডানা মিলছে দূর দিগন্তে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com