এফএনএস বিদেশ : পাকিস্তানের দক্ষিণাঞ্চলে মিনিবাস দুর্ঘটনায় ১১ শিশুসহ ২০ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ১৪ জন। মিনিবাসটি একটি গভীর জলাধারের খাদে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। গতকাল শুক্রবার দেশটির পুলিশের বরাতে এসব তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এএফপি ও এনডিটিভি। সিন্ধু প্রদেশের স্থানীয় পুলিশ কর্মকর্তা খাদিম হোসেন এএফপিকে জানিয়েছেন,গত বৃহস্পতিবার রাতে সিন্ধু প্রদেশে হাইওয়রের পাশে একটি পানিতে ভরা খাদে পড়ে যায় মিনিবাসটি। চলতি বছরে ভয়াবহ বন্যায় ওই এলাকাটি পানিতে ভেসে গিয়েছিল। চালক রাস্তায় ডাইভারশন সাইন দেখতে পাননি। মিনিবাসটি খাদের ২৫ ফুট গভীর পড়ে যায়। পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় মৃত্যুহার বিশ্বের তৃতীয় সর্বোচ্চ। একেবারে দুর্বল সড়ক যোগাযোগ ব্যবস্থা এবং বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে এসব সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। এ বছর পাকিস্তানে রেকর্ড পরিমাণে মৌসুমি বৃষ্টি হয়। এতে দেশটির এক তৃতীয়াংশ পানিতে তলিয়ে যায়। এর ফলে প্রায় ৮০ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়ে। সড়ক যোগাযোগ ব্যবস্থাসহ নানা ক্ষেত্রে এর ক্ষত এখনো রয়ে গেছে। বিশ্বাসযোগ্য বিভিন্ন গবেষণাপত্রে বলা হয়, এ ধরনের ব্যাপক বন্যার সাথে বিশ্বের জলবায়ু পরিবর্তনের প্রভাব রয়েছে।