আশাশুনি প্রতিনিধি \ আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের কুঁন্দুড়িয়া পি.এন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে আশাশুনি উপজেলার বিভিন্ন এলাকার খেলোয়াড়ের সমন্বয়ে কুঁন্দুড়িয়া উদয়ন যুব সংঘ এবং ঢাকাসহ বিভিন্ন এলাকার খেলোয়াড়ের সমন্বয়ে ঢাকা (মোহাম্মদপুর) চন্দ্রিমা ফুটবল একাদশ একে অপরের মুখোমুখি হয়। প্রীতি ম্যাচটি নির্দিষ্ট সময়ে গোল শূন্য ড্র হয়। বুধহাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবম মোছাদ্দেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রীতি ম্যাচের উদ্বোধন ঘোষণা করেন। এসময় প্রধান শিক্ষক আরিফুল ইসলাম, চন্দ্রিমা ফুটবল একাডেমির উপদেষ্টা সাগর হোসেন, বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই সিহাবুর রহমান সিহাব প্রমুখ উপস্থিত ছিলেন। খেলা পরিচালনা করেন গিয়াস উদ্দিন। ধারাভাষ্যে ছিলেন যৌথ ভাবে রবিউল ইসলাম ও বেলাল হোসেন।