আটুলিয়া (শ্যামনগর) প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের নওয়াবেঁকীতে সমৃদ্ধি কর্মসূচি স্বাস্থ্য ও পুষ্টি কার্যক্রম এর আওতায় বিশেষায়িত বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় ইউনিয়ন পরিষদে হলরুমে সকল শ্রেণীর রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হয়। চিকিৎসা সেবা প্রদান করেন ডাক্তার মানস কুমার মন্ডল এমবি বিএস মেডিসিন বিশেষজ্ঞ জুনিয়ার কনসালটেন্ট সাতক্ষীরা মেডিকেল কলেজ ও ডাক্তার রাফিজা সুলতানা এমবি বিএস গাইনি এন্ড অবস ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল। অর্থায়নে ছিলেন পলী কর্ম সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ ও বাস্তবায়নে নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশন।