শ্রীউলা (আশাশুনি) প্রতিনিধি \ আশাশুনির শ্রীউলা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মোসলেম আলী মোড়লের স্ত্রী মনোয়ারা খাতুন (৬৭)বৃহস্পতিবার রাত (আনুঃ) ১০টায় ইন্তেকাল করেছেন। ইন্না লিলাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শ্রীউলা ইউনিয়নের মাড়িয়ালা গ্রামের সাবেক ইউপি সদস্য মোসলেম আলী মোড়লের স্ত্রী ও অত্র এলাকার জনপ্রিয় সার্ভেয়ার মোস্তাফিজুর রহমানের মাতা মনোয়ারা খাতুন শারীরিক অসুস্থতা জনিত কারণে সামেক হাসপাতালে চিকিৎসা রত অবস্থায় সোমবার দিবাগত রাত আনুঃ ১০টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্বামী, ৫পুত্র, ১কন্যা ও নাতী নাতনী সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং তার মৃত্যুর খবর শুনে ইউপি চেয়ারম্যান প্রভাষক দীপঙ্কর বাছাড় দীপু, সাবেক চেয়ারম্যান আবু হেনা সাকিল, শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবুবকর ছিদ্দিক, শ্রীউলা আ’লীগ সাধারণ সম্পাদক মইনুল ইসলাম বুলু, যুবলীগ নেতা আলাউদ্দীন লাকীসহ মরহুমার আত্মীয় স্বজন ও এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাতে মরহুমার বাড়ীতে আসেন। শুক্রবার সকাল ১০টায় নিজ বাড়ীতে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে জানাজায় ঈমামতি করেন মরহুমার সুযোগ্য কনিষ্ঠ পুত্র আবু হায়দার রাজু। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।