বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলা মুন্সিগঞ্জে নৌকা বাইচ দেখতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় ২ জন আহত হয়েছে। ঘটনা সূত্রে জানাযায়, গতকাল শুক্রবার দুপুর ৩ টায় মুন্সিগঞ্জ ফুলতলা এলাকায় ইজি বাইকের সাথে মটর সাইকেলের সংঘের্ষে এক কিশোরসহ দু’জন আহত হয়েছে। নীলডুমুর এলাকায় নৌকা বাইচ দেখতে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা ইজি বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলো উপজেলার মুন্সিগঞ্জ গ্রামের ইস্রাফিল হোসেনের পুত্র মোয়াজ্জেম হোসেন মুন্না (২০) ও মুজিবর রহমানের পুত্র গোলাম রব্বানী (১৪)। আহত মোয়াজ্জেম হোসেনের ভাই ইমরান হোসেন জানান, দুর্ঘটনার পর চালকসহ আহত আরোহীকে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা সংকটাপন্ন হওয়ায় চালকের আসনে থাকা তার ভাই মোয়াজ্জেমকে সাতক্ষীরা মেডকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেছে চিকিৎসকরা। স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্মরত ডাঃ সিরুজ্জামান জানান, মুখ ও চোখে মারাত্বকভাবে আঘাতপ্রাপ্ত মোয়াজ্জেমকে সাতক্ষীরা রেফার্ড করা হয়েছে।