বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় মানব কল্যান ফাউন্ডেশন এর উদ্যোগে অসহায়কে স্বাবলম্বী করতে ভ্যান প্রদান করা হয়েছে। গতকাল ১৮ নভেম্বর শুক্রবার বিকাল ৪ টায় মানব কল্যান ফাউন্ডেশনের আয়োজনে শ্যামনগরস্থ ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে জনপ্রিতিনিধ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ এবং অত্র ফাউন্ডেশনের কর্মকর্তা-সদস্যবৃন্দের উপস্থিতিতে অসহায় আব্দুর রহমানকে স্বাবলম্বী করার লক্ষ্যে একটি মোটর ভ্যান প্রদান করা হয়। অনুষ্ঠানে অত্র ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ মফিজুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মটর ভ্যান প্রদান করেন ও বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ সাইদ-উজ-জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, উপদেষ্টা জালাল উদ্দিন প্রমুখ।