বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের পাখিমারা-চৌদ্দরশি প্রধান সড়কের পাশে ঘেরের আউট ড্রেন না থাকায় নির্মাণের তিন মাসের মধ্যেই রাস্তা ভেঙে পড়েছে। ঘেরে আউট ড্রেন না থাকায় এবং নির্মাণের আগে সুরক্ষা দেয়ালের পাশে মাটি না দেওয়ায় অসংখ্য স্থানে রাস্তা ভেঙে ইট ঘেরের ভিতরে চলে গেছে। ধসে পড়েছে বিভিন্ন স্থানে। এলাকাবাসীর অভিযোগ, ঘের মালিকরা সরকারি রাস্তা ঘেরের বেড়িবাঁধ হিসেবে ব্যবহার করায় ঘেরের পানি সড়কের গায়ে আঁচড়ে পড়ার কারণে গাইড ওয়াল হেলে ঘেরের ভিতরে পড়ছে। রাস্তাটা নষ্ট হচ্ছে, পাইলিং করলে, তবেই রাস্তাটা টেকসই হবে। স্থানীয় ইউপি সদস্য লিয়াকাত হোসেন খোকন জানান, বেশিদিন হয়নি রাস্তাটা করা হয়েছে। এর মধ্যেই অনেক জায়গায় ভেঙে ঘেরের মধ্যে চলে গেছে। দ্রুত ঠিক না করলে রাস্তাটা টিকবে না। এজন্য ঘের মালিকরা অনেকাংশে দায়ী। সড়কটির নির্মাণ কাজের ঠিকাদার আশরাফ আলী জানান, আমাদের কাজ আমরা করে এসেছি। এখন চেয়ারম্যান বুঝুক ঘের মালিকদের থেকে। চার পাশে ঘের করবে, সেই পানি রাস্তার গায়ে লেগেই রাস্তা নষ্ট হচ্ছে। এ দায় ঘের মালিকদের। আমরা ঠিকমতো কাজ করে এসেছি। পদ্মপুকুর ইউপি চেয়ারম্যান আমজাদুল ইসলাম বলেন, মেরামত করে দেওয়া ঠিকাদারের কাজ। ঘের মালিকদের সরকারি রাস্তা ঘেরের বাঁধ হিসেবে ব্যবহার না করার জন্য চিঠি দেব। বিষয়টি ইতোমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসককে অবগত করেছি।