স্টাফ রিপোর্টার : সাতক্ষীরা জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টায় পুরাতন সাতক্ষীরা মায়ের বাড়ি নাট মন্দির প্রাঙ্গণে জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুভাষ ঘোষের সভাপতিত্বে অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক বিশ^নাথ ঘোষ, সহ-সভাপতি স্বপন কুমার শীল, ঘোষ সনৎ কুমার, অনিত মুখার্জী, নয়ন কুমার সানা, জেলা মন্দির সমিতির সভাপতি অ্যাড. সোমনাথ ব্যানার্জ্য,ি সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব অসীম দাশ সোনা, সদর উপজেলার সাধারণ সম্পাদক অধ্যক্ষ শিবপদ গাইন, আশাশুনি উপজেলার সভাপতি নীলকণ্ঠ সোম, কলারোয়া উপজেলার সাধারণ সম্পাদক সিদ্ধেশ^র চক্রবর্তী, দেবহাটা উপজেলার সাধারণ সম্পাদক নির্মল মন্ডল, শ্যামনগর উপজেলার সভাপতি রবীন্দ্রনাথ মন্ডল, কালিগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক ডা. মিলন কুমার ঘোষ। এছাড়া আরও বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক রঘুজিৎ গুহ, কোষাধ্যক্ষ গৌর দত্ত, অ্যাড. কৃষ্ণানন্দ মন্ডল, অধ্যাপক সুবোধ চক্রবর্তী, সদস্য রায় দুলাল চন্দ্র ও অমিত কুমার ঘোষ প্রমুখ। উলেখ্য আগামী ২রা ডিসেম্বর সম্মেলনে উপলক্ষে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহন করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন যুগ্ম-সম্পাদক নিত্যনন্দ আমীন।