এফএনএস স্পোর্টস: সাতক্ষীরার তালায় প্রায় ৫০০ হাত দীর্ঘ আর্জেন্টিনার পতাকা নিয়ে শোভাযাত্রা করেছে আর্জেন্টিনার ফ্যানস ক্লাবের সমর্থকরা। গত শনিবার সকালে পুরাতন তালা বি,দে সরকারি বিদ্যালয়ের মাঠ থেকে শোভাযাত্রাটি বের হয়। আর্জেন্টিনার পতাকা হাতে ও জার্সি পরে সমর্থকরা শোভাযাত্রায় অংশ নেয়। শোভাযাত্রার উদ্যোক্তা হাবিবুর রহমান বলেন, আর্জেন্টিনা তার প্রিয় দল, মেসি তার প্রিয় খেলোয়াড়। প্রিয় দলকে ভালোবেসে ৫০০ হাত লম্বা পতাকা বানিয়েছেন তারা। শোভাযাত্রায় অংশ নেওয়া সাফায়েত গাজী, নয়ন ভদ্র, সুমন সরদার, ইমন হাসানসহ কয়েকজন জানান, ছোটবেলা থেকেই তারা মেসির ভক্ত, আর্জেন্টিনার সমর্থক। তাই তারা এ শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন। সবার প্রত্যাশা, এবার বিশ্বকাপ আর্জেন্টিনার ঘরেই উঠবে। আর্জেন্টিনা ফুটবল দলের ভক্ত তাপস সরকার বলেন, ‘আমরা তালা আর্জেন্টিনা ফ্যানস ক্লাবের সমর্থকরা প্রিয় দল আর্জেন্টিনাকে ভালোবেসেই এই আয়োজন করেছি। আমরা আশা করি এ বিশ্বকাপও আর্জেন্টিনা ঘরে উঠবে। শোভাযাত্রায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে কয়েকশত সমর্থকরা অংশ নেয়। এর আগের দিন শুক্রবার সকালে তালা ব্রাজিল ফ্যানস ক্লাবের সমর্থকরা ৫০০ হাত দীর্ঘপতাকা নিয়ে শোভাযাত্রা বের করে।