শ্রীউলা (আশাশুনি) প্রতিনিধি \ আশাশুনি উপজেলার শ্রীউলায় দু’টি মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক চালক আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। আহত চালক কালিপদ সরকারকে উদ্ধার করে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রতক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় শ্রীউলা মাদ্রাসা মোড়ে এ ঘটনা ঘটে। শোভনালী ইউনিয়নের বালিয়াপুর গ্রামের মৃত অমূল্য সরকারের ছেলে মোটর সাইকেল চালক কালিপদ সরকার ঘঁনার সময় নাকতাড়া থেকে আশাশুনি যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটর সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে কালিপদ সরকার আহত হন। আশাশুনি ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের কর্মকর্তা আবুল কালাম মোড়ল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহত চালককে উদ্ধার করে আশাশুনি হাসপাতালে ভর্তি করা হয়েছে।