শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৪:০৯ অপরাহ্ন

শ্যামনগরে হানাদার মুক্ত দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১৯ নভেম্বর, ২০২২

বিশেষ প্রতিনিধি \ দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধে ১৯৭১ সালের ১৯ নভেম্বর সর্বপ্রথম সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুক্তি পাগল বাংলার দামাল ছেলেরা শ্যামনগরকে হানাদার মুক্ত করে। দিবসটি পালন উপলক্ষে গতকাল শনিবার ১৯ নভেম্বর সকাল ৮টায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা শাখার আয়োজনে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্যবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় চত্বরে জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা সংসদের পতাকা উত্তোলন সহ বঙ্গবন্ধু মুরালে পুষ্পস্থাবক অর্পণ এর মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করা হয়। পরবর্তীতে মুক্তিযোদ্ধা ভবন এর সামনে থেকে একটি র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হল রুমে আলোচনা সভায় মিলিত হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন এর সভাপতিত্বে দিবসটির তাৎপর্য তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও উপজেলা আ’লীগের সভাপতি এস এম জগলুল হায়দার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ সাইদ-উজ-জ্জামান সাঈদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার দেবীরঞ্জন মন্ডল, ডেপুটি কমান্ডার গাজী আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ ওসমান গনি, বীর মুক্তিযোদ্ধা আলী আশরাফ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি এসএম কামরুল হায়দার নান্টু প্রমূখ। অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধার সংগঠক জাসদ জেলা শাখার সহ-সভাপতি অধ্যক্ষ আশেক-ই-এলাহী। অনুষ্ঠানটি পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলাম। আলোচনা শেষে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com