কালিগঞ্জ ব্যুরো ঃ কালিগঞ্জের চম্পাফুলে জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম সহ জেলা পরিষদের সদস্যাবৃন্দের সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল চাম্পাফুল ইউনিয়ন পরিষদ চত্বরে চম্পাফুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চাম্পাফুল ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোজাম্মেল হক গাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংবর্ধিত অতিথি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। তিনি বলেন, দেশ রত্ব শেখ হাসিনার সরকারের আমলে দেশ দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে, দেশের এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনপ্রতিনিধিদের আরও আন্তরিক হয়ে কাজ করতে হবে। উক্ত আনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মাষ্টার নরিম আলি মুন্সি, সাধারণ সম্পাদক ও তারালী ইউপি চেয়ারম্যান মোঃ এনামুল হোসেন ছোট, জেলা পরিষদের ৫ নং ওয়ার্ডের সদস্য বিশিষ্ট ব্যবসায়ী শেখ ফিরোজ কবির কাজল, মহিলা ভাইস চেয়ারম্যান দিপালি রাণি ঘোষ, জেলা পরিষদের সংরক্ষিত সদস্য শিল্পী রানী মৃধা। সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিম, রতনপুর ইউপি চেয়ারম্যান আলীম আল রাজী টোকন, আশাশুনি উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম হোসেন সহ সাংবাদিক, সুধিজন ও গন্যমান্য ব্যাাক্তিবর্গ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মানিরুজ্জামান মনি।