স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা সাত উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের আওতাধীন ৪৭টি মহিলা সমিতির উন্নয়নে, উদ্বুদ্ধ করনে তের লাখ আশি হাজার টাকা প্রদান করা হয়েছে। মহিলা কল্যান পরিষদের অর্থায়নে গত ১৭ নভেম্বর বৃহস্পতিবার সাতক্ষীরা জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে উক্ত অর্থের চেক প্রদান করা হয়। মহিলাদের আর্থ সামাজিক উন্নয়নে সমষ্টিগতভাবে সৃষ্টিশীলতায়, জীবন যাত্রায় মান উন্নয়নে সর্বপরি দারিদ্র বিমোচনে এই অর্থায়নে বিশেষ ভূমিকা রাখবে বলে অভিমত ব্যক্ত করেন সাতক্ষীরা মহিলা বিষয়ক উপ পরিচালক একেএম সফিউল আযম। উক্ত চেক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এবং বিতরন করেন সাতক্ষীরা ডিডিএলজি মাশরুবা ফেরদৌস, সদর মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরার পরিচালনায় উপস্থিত ছিলেন সদর নির্বাহী অফিসার ফাতেমাতুজ জোহরা, দেবহাটা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, তালা মহিলা বিষয়ক অফিসার নাজমুন্নাহার, কলারোয়া নুরুন নাহার, দেবহাটা নাসরিন সুলতানা, আশাশুনি মহিদুল ইসলাম, কালিগঞ্জ অন্ত্র চক্রবর্তী, শ্যামনগর শরিফ শফিক প্রমুখ। প্রধান অতিথি ডিডিএলজি মাশরুবা ফেরদৌস বলেন মহিলাদের উন্নয়ন সমাজ উন্নয়নের বিশেষ ক্ষেত্র বির্নিমান করে। সমিতি ভিত্তিক কর্মকান্ড মহিলাদের এগিয়ে নিতে যথাযথ ভূমিকা রাখতে পারে। নতুন নতুন উদ্ভাবনী শক্তি, সৃষ্টি সমিতি গুলোকে অধিকতর জন সমাজ এবং উন্নয়নকে উদ্বুদ্ধ করতে পারে বলে তিনি অভিমত ব্যক্ত করেন। সমাপনী বক্তৃতায় উপ পরিচালক একেএম সফিউল আযম উপস্থিত সাত উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তাদেরকে সমিতির কর্মকান্ড বিশেষ তদারকি প্রেরনা উদ্বুদ্ধকরন সহ সর্বাত্মক সহযোগিতার ক্ষেত্র নিশ্চিত করার আহবান জানান।