স্টাফ রিপোর্টার ঃ বহুজল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে অনুষ্ঠিত হচ্ছে সাতক্ষীরা জেলাবাস-মিনিবাস মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন। জেলার সর্ববৃহৎ সমিতির নির্বাচনী হাওয়া ইতোমধ্যে জেলা জুড়ে ছড়িয়ে পড়েছে। প্রার্থীরা ভোটের জন্য সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের কাছে ছুটছে। নিজেকে বিজয়ী করতে দিচ্ছেন নানান প্রতিশ্র“তি। অনেক দিন পর ভোটকে কেন্দ্র করে মালিকদের প্রতিনিয়ত খবর নিচ্ছেন প্রার্থীরা। মালিকদের মাঝে সবসময় আনন্দ বিরাজমান। নির্বাচনকে ঘিরে সাতক্ষীরা কেন্দ্রীয় বাস টার্মিনালে চায়ের দোকানেও আলোচনার ঝড়। শ্রমিক সহ সর্বস্তরের মানুষের আলোচনা আগামীদিন কারা পরিচালনা করবেন মালিক সমিতি। বাস মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি, সাধারন সম্পাদক ও তিন জন সহ-সভাপতি মোট ১৩ পদের প্রতিদ্বন্দীতা হলেও দপ্তর সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন শাহিনুর রহমান সরদার, বাকি ১২ পদের বিপরীতে ২টি প্যানেলে লড়ছেন ২৪ জন। তারা হলেন সভাপতি পদে ছাইফুল করীম সাবু ছাতা, অধ্যক্ষ আবু আহমেদ বাঘ প্রতীকে লড়ছেন। কার্যকরী সভাপতি শেখ আব্দুস সোবহান খোকন বটগাছ, শেখ ওবায়েদুস সুলতান বাবলু হাতি। সহ-সভাপতি একেএম মোতাহারুল হক সজল চশমা, মোঃ আনিছুর রহমান দোয়াত কলম, আলহাজ্ব এসএম আব্দুল মাজেদ প্রজাপতি, মোঃ জামাল উদ্দীন টেলিভিশন, সাহেদুর রহমান খান চৌধুরী মটর সাইকেল, মো: জাহাঙ্গীর হোসেন শাপলা প্রতীকে লড়ছেন। সাধারন সম্পাদক পদে মোঃ গোলাম মোরশেদ আনারস, শেখ জাহাঙ্গীর হোসেন ফুটবল প্রতীকে, যুগ্ম সাধারন সম্পাদক শেখ জামালউদ্দীন মোরগ, মোঃ শহিদুল ইসলাম কালু মই প্রতীকে লড়ছেন। সাংগঠনিক সম্পাদক পদে মোঃ আলতাফ হোসেন ময়ূর, শ্রী প্রাণনাথ দাশ আম প্রতীকে প্রতিদ্ব›দ্বীতা করছেন। সহ-সাংগঠনিক সম্পাদক এএসএম রফিকুজ্জামান জগ, মো: হাবিবুর রহমান হাবিব, টেবিলফ্যান প্রতীকে লড়ছেন। প্রচার সম্পাদক পদে জিএম আসাদুলাহ মাইক, আলহাজ্ব মোঃ আজিজ আহমেদ পুটু রিক্সা প্রতিকে প্রতীদ্বন্দিতা করছেন। সমাজসেবা সম্পাদক মোঃ মোসলেম আলী মোবাইল ফোন ও মোঃ শাহাজান কবির ঘুড়ি প্রতীক লড়ছেন। কোষাধ্যক্ষ পদে শেখ আলমগীর হাসান ডালিম ও মোঃ আবু নাসের উড়ো জাহাজ প্রতীকে প্রতীদ্বন্দীতা করছেন। সাতক্ষীরায় এখন আলোচনার তুঙ্গে বাস মালিক সমিতির নির্বাচন। নাম প্রকাশের অনিচ্ছুক ভোটার দৈনিক দৃষ্টিপাতকে জানান যারা মালিকদের দাবি দাওয়া পূরণ করবে তাদেরকে নেতা হিসাবে বেছে নিব। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৩রা ডিসেম্বর সকাল ৮টা থেকে জেলা আইনজীবী সমিতির ভবনে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। ভোট গ্রহন চলবে বিকাল ৪টা পর্যন্ত। নির্বাচনে ২৮৭ জন ভোটার তাদের ভোটারাধিকার প্রয়োগ করবেন। নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানাগেছে।