স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের আয়োজনে দৈনিক হৃদয় বার্তা পত্রিকার সম্পাদক জি এম মোশাররফ হোসেনের ৪৭ তম জন্মদিন পালিত হয়েছে। শনিবার বিকালে জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের পলাশপোলস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সাপ্তাহিক মুক্ত স্বাধীন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আবুল কালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক দৃষ্টিপাত সম্পাদক ও প্রকাশক জি এম নূর ইসলাম। তিনি বলেন, আলাহ চাইছে বলেই আপনি পত্রিকার সম্পাদক হতে পেরেছেন। আপনার পত্রিকা যেন কারো কষ্টের কারণ না হয়। জন্মদিনে আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।” এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক পত্রদূত পত্রিকার উপদেষ্টা সম্পাদক এবং সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি এড. আবুল কালাম ্আজাদ ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, দি এডিটররে সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল ওয়াজেদ কচি, দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার নির্বাহী সম্পাদক আমিরুজ্জামান বাবু, প্রেসক্লাবের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সামাদ । এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ মাজহারুল ইসলাম, মোঃ আমিরুল ইসলাম, এস এম রনি, মোঃ মাসুদ আলী, শেখ রেজাউল ইসলাম বাবলু, শেখ হাসান গফুর, এ্যাড সোহরাব হোসাইন, সাইফুল আযম খান মামুন, মোতাহার নেওয়াজ মিনাল, জি এম সোহরাব হোসেন, শহিদুল ইসলাম শহিদ, গোলাম মোস্তফা, মোঃ ইদ্রিস আলী, মোঃ লাল্টু, আলী মুক্তাদা হৃদয়, আবু রায়হান প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি ও ভোরের পাতার জেলা প্রতিনিধি এসএম মহিদার রহমান।