স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা জেলা প্রশাসকের সাথে বিসিক শিল্প মালিকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিসিক শিল্প মালিকদের আয়োজনে গতকাল বিসিক কার্যালয় বিসিক উপ-ব্যবস্থাপক গোলাম সাকলাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা। শিল্প নগরী কর্মকর্তা প্রকৌশলী মো: মাসুদ পারভেজ রনি, বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি জিএম নুরুল ইসলাম রনি, সাধারন সম্পাদক সুরেশ পান্ডে, সভায় বিসিক মালিক গন বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আলোচনা করেন। এসময় বিসিক শিল্প সমিতির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।