বিশেষ প্রতিনিধি \ আশাশুনিতে থানা পুলিশ অভিযান চালিয়ে দুই আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের রবিবার সকালে আদালতে প্রেরন করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম এর নির্দেশ এএসআই হাবিবুর রহমান চালিয়ে নন-জিআর মামলার আসামী বুধহাটা গ্রামের মৃত দবির উদ্দিন ঢালির ছেলে আব্দুল মালেক ঢালিকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন। তার বিরুদ্ধে নন জিআর ৫১/২২ নং মামলায় তাকে গ্রেফতার করা হয়। মামলার বাদী মেজবাহুল আলম। এছাড়া তার বিরুদ্ধে সিআর ২০১/২১ প্রতারনা মামলা জামিনে আছেন এবং বিচারধীন রয়েছে। সিআর ২০২/২১ মামলা সিআইডি তদন্তাধীন। সিআর ৪১২/২২ চুরি মামলা পিবিআই তদন্তাধীন আছে। অপরদিকে, এসআই জাহিদুর রহমান অভিযান চালিয়ে শ্রীউলা গ্রামের মহির উদ্দিন সরদারের ছেলে জিআর মামলার আসামী সফি সরদারকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন।