বিষ্ণুপুর (কালিগঞ্জ) প্রতিনিধি \ কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ান আ’লীগের প্রয়াত সাবেক সভাপতি মোসলেম আলীর স্ত্রী আফরোজা খাতুনের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল যোহরবাদ জানাজা নামাজ শেষে পারিবারিক করব স্থানে দাফন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলার পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, কালিগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগের উপজেলা সভাপতি নাজমুল আহসান, বিষ্ণুপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দিন, কুশুলিয়া ইউপি’র সাবেক চেয়ারম্যান ইঞ্জিঃ শেখ মেহেদী হাসান সুমন, বিষ্ণুপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি নুরুল হক সরদার, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, যুবলীগের ইউনিয়ন সভাপতি শাহ আলম ঢালী, ইউপি সদস্য গোলাম রাব্বানী, সিরাজুল ইসলাম, মিজানুর রহমান, দৈনিক দৃষ্টিপাতে শ্যামনগর বিশেষ প্রতিনিধি জাকির হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সংগঠনের শত শত মানুষ জানাজা নামাজে অংশ নেন। জানাযা নামাজে ইমামতি করে চাচাঁই পূর্বপাড়া জামে মসজিদের পেশ ইমাম মাওঃ আমিরুল ইসলাম।