স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা জেলা জাতীয় মহিলা সংস্থার আবারো চেয়ারম্যান হলেন জেলা মহিলা আ’লীগের সাধারন সম্পাদক জ্যোস্না আরা। একই সাথে আরো ৪জন কে সদস্য করে কমিটি ঘোষনা করা হয়েছে। নতুন কমিটির সদস্য হলেন যারা- এড. ফরিদা আক্তার বানু, ফারজানা নাহিদ নিগার, তানিয়া সুলতানা, রুমারানী বরকন্দাজ। জানাগেছে, জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সাবেক সংরক্ষিত কাউন্সিলর জ্যোস্না আরা কেন্দ্রীয় মহিলা আ’লীগের সদস্য হিসাবে দায়িত্ব পালন করছেন। এখানেই শেষ নয় তিনি জেলার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন। তিনি বিগত দিনে মহিলা সংস্থার কর্মকান্ডকে ত্বরান্বিত করেছেন। জ্যোস্না আরা জেলার নাগরিকদের ন্যায় দাবি আদায়ের জন্য সর্বদা সচেষ্ট থাকে। জেলা মহিলা আ’লীগের সাধারন সম্পাদক ও জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান জ্যোস্না আরা সকলের সহযোগিতা কামনা করেছেন। উলেখ্য সাতক্ষীরা জেলা প্রশাসকের সুপারিসে মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব দিলীপ কুমার দেবনাথ স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করেছেন।