স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা সদর উপজেলা পুনঃগঠিত প্রাথমিক শিক্ষা কমিটির সদস্যদের গতকাল সম্বর্ধনা দিলেন বাংলাদেশ সহকারী শিক্ষক সমাজ সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দ। সম্বর্ধিত সদস্যরা হলেন প্রধান শিক্ষক আক্তারুজ্জামান বেলাল প্রধান শিক্ষক জাকির হোসেন ও প্রধান শিক্ষক সানজিদা শাহনাজ ও প্রধান শিক্ষক মোমিনুর রহমান। সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দক্ষিন সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত যুবলীগ নেতা মীর মাহি আলম। শিক্ষা কমিটির চার সদস্যকে স্বাগত জানিয়ে, সাফল্য কামনা করে বক্তব্য রাখেন শিক্ষক সমাজের জেলা সভাপতি হালিমুর রশিদ, সাধারন সম্পাদক শওকত আলী, শিক্ষক নেতা হোসনে আরা চৌধুর, শাহজান আলী, মঞ্জুরুল হক, খাদিজাতুল তাহেরা প্রমুখ। এর পুর্বে চার শিক্ষক কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।