কালিগঞ্জ প্রতিনিধি\ কালিগঞ্জ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে হানাদার মুক্ত দিবসে পালিত হয়েছে। এলক্ষে বর্ণাঢ্য আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ডের আয়োজনে গতকাল সকাল সাড়ে ৯টায় সোহরাওয়ার্দী পার্কের বিজয় স্তম্ভে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে পুস্পমাল্য অর্পণ, জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধাদের দলীয় পতাকা উত্তোলণ করেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এসএম, জগলুল হায়দার। এর পূর্বে একই স্থানে পুস্পমাল্য অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দায়িত্ব প্রাপ্ত কমান্ডার রহিমা সুলতানা বুশরাসহ মক্তিযোদ্ধাবৃন্দ। পরে সংসদ সদস্যের নেতৃত্বে সকল মুক্তিযোদ্ধা, সন্তান কমান্ড, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সুধীবৃন্দের সমন্বয়ে একটি বর্ণাঢ্য বিজয় র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা সংসদের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে আনুষ্ঠনিক ভাবে পুস্পমাল্য অর্পণ করা হয়। পরবর্তীতে প্রেসক্লাবের সামনে মুক্ত মঞ্চে মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ও ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিমের সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক এসএম, গোলাম ফারুকের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন থানার ওসি হালিমুর রহমান বাবু, বীর মুক্তিযোদ্ধা মনির আহমেদ, বীর মুক্তিযোদ্ধা এসএম, মমতাজ হোসেন মন্টু, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, বীর মুক্তিযোদ্ধা অজিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা মতলেবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ গাজী, বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, আহসান উলাহ খান, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জিএম, আকবার কবির প্রমুখ। আলোচনা সভা শেষে গ্রাম বাংলার ঐতিহ্য লাঠি খেলা অনুষ্ঠিত হয়।