মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৫:০৩ পূর্বাহ্ন

জমকালো উদ্বোধনের পর হতাশার শুরু কাতারের

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২১ নভেম্বর, ২০২২

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের জমকালো উদ্বোধনের পরই হতাশার চাঁদরে ঢেকে যায় কাতারের আল বাইত স্টেডিয়ামের গ্যালারি। ম্যাচের প্রথমার্ধেই দুই গোল হজম করে স্বাগতিক গ্যালারিতে স্থবিরতা নামিয়ে ফেলেন কাতারের ফুটবলাররা। প্রথমার্ধে দুটি গোল করে ইকুয়েডরকে এগিয়ে নেন অধিনায়ক ভ্যালেন্সিয়া। দ্বিতীয়ার্ধে তুলনামুলক ভালো ফুটবল খেলেছে কাতার। তবে গোল পরিশোধ করতে পারেনি স্বাগতিকরা। যার ফলে হার দিয়ে বিশ্বকাপ শুরু করতে হলো কাতারকে। ম্যাচের ১৬তম মিনিটে পেনাল্টি বক্সের মধ্যে এনার ভ্যালেন্সিয়াকে বাজেভাবে ফাউল করেন কাতারের গোলরক্ষক সাদ আল শিব। আর তাতেই বাজে রেফারির বাঁশি। স্বাগতিক গোলরক্ষক সাদকে হলুদ কার্ড দেওয়ার পাশাপাশি এবারের বিশ্বকাপে প্রথম পেনাল্টির ইশারা করেন অনফিল্ড রেফারি। স্পটকিক থেকে গোল করে শুরুতে ইকুয়েডরকে এগিয়ে দেন এনার ভ্যালেন্সিয়া। আর তাতে কাতার বিশ্বকাপের প্রথম গোলদাতা হওয়ার কৃতিত্ব গড়েন ইকুয়েডরের অধিনায়ক। কাতারের জালে অবশ্য শুরুতেই বল জড়িয়েছিলেন এই ভ্যালেন্সিয়াই। পঞ্চম মিনিটের সে গোল শেষমেষ অফসাইডের কারণে বাতিল ঘোষণা করেন রেফারি। ম্যাচের ৩১ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন ইকুয়েডর অধিনায়ক। এঙ্গোলো প্রেসিয়াডোর পাস থেকে গোলটি করেন তিনি। দ্বিতীয়ার্ধে আর গোলের দেখা না পেলে ২-০ গোলের জয় নিয়ে বিশ্বকাপ শুরু করলো ল্যাতিন আমেরিকার দেশটি। আগামী ২৫ নভেম্বর সেনেগালের বিপক্ষে কাতার ও নেদারল্যান্ডসের মুখোমুখি হবে ইকুয়েডর।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com