এম এম নুর আলম \ আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০.৩০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমানের সভাপতিত্বে সভায় থানার অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম পিপিএম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিজানুল হক, সমাজ সেবা অফিসার রফিকুল ইসলাম, ডাঃ দিপন বিশ্বাস, উপজেলা শিক্ষা অফিসার জিএম সাইফুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, আনসার ভিডিপি কর্মকর্তা হোসনেয়ারা খাতুন, বুধহাটা ইউপি চেয়ারম্যান মাহবুবুল হক ডাবলু, শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কর সিদ্দীক, প্রেস ক্লাব সভাপতি এস এম আহসান হাবিব প্রমুখ বক্তব্য রাখেন। সভায় উপজেলার সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।