কালিগঞ্জ প্রতিনিধি\ আগামি ২৮ নভেম্বর সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে কালিগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় নাজিমগঞ্জ বাজার জাতীয় পার্টির কার্যালয়ে উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাহাবুবর রহমানের সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মহিলা জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য সাফিয়া পারভীন। উপজেলা জাতীয় পার্টির নেতা ও ভাড়াশিমলা ইউনিয়নের সাধারণ সম্পাদক এসএম, আহম্মাদ উল্যাহ বাচ্চু উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি খান লতিফুর রহমান বাবলু, সাবেক নেতা শেখ সাইফুল বারী সফু, সুকুমার দাশ বাচ্চু, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আনছার আলী, সাংগঠনিক সম্পাদক শেখ সাদিকুর রহমান, মৌতলা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মশিউর রহমান, জাতীয় পার্টি নেতা নাছির উদ্দিন, বাকেয়ার রহমান, আলমগীর হোসেন, মামুন, আব্দুল কাদের, সোলায়মান প্রমুখ। পরিচালনা করেন উপজেলা ছাত্র সমাজের সভাপতি নূর ইসলাম বাবু।