পাটকেলঘাটা প্রতিনিধি \ খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটায় শহিদুল মোড়ল (৫৩) নামে একজন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। সে পাটকেলঘাটা থানা এলাকার বাইগুনি গ্রামের রমজান আলী মোড়লের পুত্র। জানাযায়, বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুর ১ টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের হাইওয়ে রোড পারাপারের সময় পিছন দিক থেকে দ্রুতগতিতে একটি মটরসাইকেল এসে ধাক্কা দেয়। এ সময় শহিদুল মোড়ল ঘটনাস্থলে মারাত্মক আহত হয়। এসময় তাকে উদ্ধার করে সাতক্ষীরা সিবি হসপিটালে ভর্তি করা হলে অবস্থার অবনতি হওয়ায় তাকে ফেরত দেয়। পরে খুলনায় হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।